পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদা (৩৫) এর উপর সন্ত্রাসী হামলায় তাঁর বাম হাতের কব্জি কর্তন করা হয়েছে। ৪ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের পূর্ব রজপাড়া হাওলাদার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
হাসপাতাল ও আহতের স্বজনদের নিকট হতে জানা যায়, কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের ফারুক প্যাদার পুত্র জুয়েল প্যাদাকে এলোপাতারি ভাবে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন । তবে কি কারনে হামলার ঘটনা ঘটেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি