আজকের খবরঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামের দৈনিক সিলেটের ডাক পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জ টুরিস্ট ক্লাবের সভাপতি মোঃ আবিদুর রহমানের পিতা কোম্পানীগঞ্জ সাব রেজিস্ট্রারী অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি, ছিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বুধবার ২২ জুলাই বিকালে সিলেট শামসুদ্দিন মেডিকেলে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
দলিল লেখক ছিদ্দিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
এক শোকবার্তায় তারা বলেন, সিদ্দিকুর রহমান ছিলেন একজন অত্যন্ত সৎ এবং ধার্মিক মানুষ। তিনি দীর্ঘদিন কোম্পানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
তারা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।