কোম্পানীগঞ্জের প্রবীণ সাংবাদিক ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেনের মাতা এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমার শাশুড়ী সাবাজি খাতুন সোমবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। সোমবার রাত ৯টায় কোম্পানীগঞ্জের ইসলামপুর ঈদগাহে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবুল হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল। এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।