কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জালালাবাদ পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল জলিলের পিতা- ইন্তাজ আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাব।
গতকাল শুক্রবার দিবাগত শবে বরাতের রাত-১.৩০ মিনিটের সময় রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ১০ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
আজ দুপুর ২.০০ টায় নারাইনপুর জামে মসজিদের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে তাকে নারাইনপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
গুনী এই ব্যাক্তির মৃত্যুতে গভীর ভাবে শোক জানিয়েছেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি- রুহুল আমিন বাবুল সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগন।নেতৃবৃন্দগণ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।