খবর ডেক্সঃ- সাতক্ষীরা জেলার দেবহাটায় যুবলীগ নেতার বাসা থেকে পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে দেবহাটার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াবের ছেলে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীন গাজীর রান্নাঘর থেকে ওই পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন জানান, শুক্রবার রাতে কে বা কারা যুবলীগ নেতা মহিউদ্দীন গাজীর বাড়ির রান্না ঘরের মধ্যে ৩টি পেট্রোল বোমা রেখে যায়।
শনিবার সকালে মহিউদ্দীনের স্ত্রী রান্না করার জন্য ওই ঘরে প্রবেশ করলে খাটের নিচে পরিত্যাক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পেয়ে তাকে জানালে তিনি সাথে সাথে থানা পুলিশকে অবহিত করেনন।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং একটি প্যাকেটে থাকা তিনটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে।