আজকের খবরঃ ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রকে আধুনিকায়নে সম্মিলিত পরিকল্পনা করতে ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে গেলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
৯ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক ঘুরে দেখেন সাদা পাথর, ভোলাগঞ্জ ১০ নং এরিয়া ও রোপওয়ের স্থাপনা।
জানা যায়, ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রকে আধুনিকায়ন করতে সম্মিলিত পরিকল্পনা প্রনয়ণ করতে বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থপতিদের নিয়ে সাদা পাথর পর্যটন কেন্দ্র দেখতে আসেন সিলেটের জেলা প্রশাসক। সাদা পাথরে পর্যটকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সেখানে রাখা হবে কাপড় পরিবর্তন ও টয়লেটের সু ব্যবস্থা। যত্রতত্র দোকানপাট সরিয়ে নির্দৃষ্ট যায়গায় রাখা হবে দোকান।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, সাদা পাথরকে আধুনিক পর্যটন কেন্দ্রে হিসেবে গড়ে তুলতে সম্মিলিত পরিকল্পনা করতেই সিলেটের জেলা প্রশাসক সাদা পাথর এরিয়া দেখতে আসেন। ভোলাগঞ্জ ১০ নং স্থানকে ঘিরেই সম্মিলিত পরিকল্পনা করা হবে। সেখানে এক সাথে থাকবে দোকান, হোটেল, রেস্তোরাঁসহ সকল সুযোগ সুবিধা। তবে এর আগে উচ্ছেদ করা হবে ১০ নম্বরে দখল হওয়া সরকারি জমির।