করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বৃহত্তর উমাইরগাঁও আবুল মাল আবদুল মুহিত কলেজ বাস্থবায়ন কমিটি।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বাদ আছর সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও নয়াবাজার জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল পুর্বে আবুল মাল আবদুল মুহিত এর বর্ণাঢ্য জীবন ও কর্মের উল্লেখযোগ্য বিষয়, সিলেট তথা দেশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কীর্তিমান এ ব্যাক্তির সুস্হতা কামনা করেন নেতৃবৃন্দ।
একই সঙ্গে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী নেতৃবৃন্দসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা ও করোনায় আক্রান্ত সকলের সুস্হতা এবং দেশের মানুষের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিতি ছিলেন উমাইরগাঁও আবুল মাল আবদুল মহিত কলেজ বাস্থবায়ন কমিটির নেতৃবৃন্দের মধ্যে,
জনাব আব্দুর রহমান,জাহান উদ্দিন,আব্দুল মন্নান,গোলাম রাব্বানী,কবির উদ্দিন,আব্দুস ছাদিক,দিলওয়ার হোসেন,ফয়জুল ইসলাম,ইসলাম উদ্দিন চৌধুরী,মাছুম আহমদ সহ
উপস্থিতি ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।