সোহেল আহমেদ নবীগঞ্জ প্রতিনিধি:-শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ফেরদৌস এর বাড়িতে অভিযান চালায় মৌলভীবাজার সদর থানার পুলিশ।
তাকে না পেয়ে তার বাবা মা এবং ছোট ভাইকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিবাদ জানান মৌলভীবাজার জেলা বি এন পির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক ভিপি মিজান। এ সময় জানা যায় শফিকুল ইসলাম ফেরদৌস একটি মিথ্যা মামলায় পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে কান্নাজড়িত কণ্ঠে সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম ফেরদৌসের বাবা মোঃ আশরাফ আলী সাংবাদিকদের বলেন, রাজনীতি করা কি অন্যায়। কেবল রাজনীতি করার জন্যই আমার ছেলের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।আমার ছেলেকে খুঁজতে এসে বারবার আমাদের বাড়িতে এমন হয়রানি কেন? কারো সহযোগিতা পাচ্ছিনা। এমতাবস্থায় পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।