নভেম্বর ১২, ২০২০
৫:২৬ অপরাহ্ণ

সিংড়ায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান

নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় মহামারী করোনা ভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবন একটি প্রচার র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন প্রশাসনের কর্মকর্তারা।

জনসচেতনতামূলক এই প্রচার অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন বিশ্বাস প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান বলেন, করোনা ভাইরাসের ২য় পর্যায়ে সংক্রমণরোধে জনসচেতন করা হচ্ছে। আগামীতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *