অক্টোবর ২৫, ২০২০
৭:৪৮ অপরাহ্ণ

সিংড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় নারায়নগন্জ সাংবাদিক ইলিয়াস হত্যার বিচার, সারাদেশে বিভিন্ন জেলায় সাংবাদিক নির্যাতন বন্ধ ও মিথ্যা হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা সিংড়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১১ টায় মডেল প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি খলিল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রুর‍্যাল সিংড়া উপজেলা শাখার সভাপতি মাহাবুব আলম বাবু, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি ও জেএসএস জেলা কমিটির যুগ্ন সম্পাদক এসএম রাজু আহমেদ।

মডেল প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক সাংবাদিক জুলহাস কায়েমের পরিচালনায় উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাব এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক এসকে রবিন খান, চলনবিল মিডিয়া হাউজের সভাপতি আবু সাইদ, সাধারন সম্পাদক তীর্থ প্রতিম, এমটিভির সাংবাদিক আমিনুল হক, দৈনিক চলনবিলের খবরের স্ট্যাফ রিপোর্টার সামাউন আলী, বিবিসি একাত্তর ২৪ এর সাংবাদিক ইব্রাহিম, দৈনিক পরিবর্তন সংবাদের প্রতিনিধি শুভ চন্দ্র, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্টের চতুর্থ ষ্টম্ভ, সমাজের দর্পন। তারা যখনই কোনো রাজনীতিবিদের দূর্নীতি তুলে ধরেন তখনই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। সাংবাদিকরা কলম সৈনিক হিসেবে সকল অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কলম চলবেই। কোনো রক্তচক্ষু কে ভয় সাংবাদিকরা করেনা।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *