সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক এডভোকেট মোঃআব্দুল্লাহ আল হেলাল এর মোবাইল ফোন ১৪ অক্টোবর বুধবার সকাল ০৯:৩০ ঘটিকায় সিলেট জেলা বারের ৪নং হল থেকে চুরি হয়ে যায়।
মোবাইল ফোন চুরির ঘটনায় জানা যায়, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক এডভোকেট মোঃআব্দুল্লাহ আল হেলাল প্রতি দিনের ন্যায় বুধবার বাসা হইতে রোয়ানা দিয়ে সকালে নিজ বারে পৌছান। নিজ বারে পৌছে অসাবধানতাবশত মোবাইল ফোনটি রেখে মামলার দরখাস্হ লেখানোর জন্য কম্পিউটার রুমে গিয়ে দরখাস্হ লেখা শুরু করেন এবং লেখা শেষ করে তৎক্ষনাত এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল দেখতে পান নিদিষ্ট স্হানে মোবাইল ফোনটি নাই।
এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর ব্যবহৃত মোবাইল ফোনটি ছিল:- মডেল Micromax canvas B5 pro (jet black),M-IME11:911612304090244,S-IME12:911612304090251,EAN NO 8904132461338, S/N GP02360051002841.
উক্ত মোবাইল ফোনের মাধ্যমে ফেইসবুক আইডি,ই-মেইল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট এ্যাকটিভ করা ছিল। তাই ভবিষ্যতের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং মোবাইল ফোনটি উদ্ধারের জন্য কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (GD) করেছেন তিনি। সাধারণ ডায়েরী নং১১৫৫ তারিখ ১৪/১০/২০২০।