অক্টোবর ১, ২০২০
৮:১১ অপরাহ্ণ

সিলেটের কাজিটুলায় বাসা দখলের পাঁয়তারা

 

খবর ডেস্ক :: সিলেট নগরীর পশ্চিম কাজিটুলায় বাসা দখল করতে কাজের লোকদের হত্যা ও বাসা পুড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এব্যাপারে তফজিরা শামীম চৌধুরী বাদী হয়ে বুধবার কতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।

ডায়েরীতে তিনি উল্লেখ করেন, পশ্চিম কাজিটুলার বিহজ্ঞ ৮/বি ১নং ফ্লটের দলিল মূলে মালিক তিনি। এ ভূমি নিয়ে আদালতে বিচার চলছে এবং অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। এ সত্বেও গত মঙ্গলবার জনৈক আব্দুল কুদ্দুছ, মনসুর আহমদ এবং জিয়াউর রহিম মুর্শেদ বাসায় গিয়ে তার কাজের লোকদের ভয়ভীতি প্রদর্শন করে। ভূমি খালি করে না দিলে আগুনে পুড়িয়ে দেয়ার এবং হত্যার হুমকি প্রদান করে।
এ ব্যাপারে আলাপকালে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার বলেন, এ ব্যাপারে আমি অবগত নই। তবে বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *