স্টাফ রিপোর্টারঃ সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বর্ণি এলাকার চ্যাপ্টা ব্রিজ নামক স্থানে গরুকে বাঁচাতে গিয়ে সিএনজি দুর্ঘটনায় পতিত হয়ে ড্রাইভারসহ যাত্রীরা আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বর্নি গ্রামের সিএনজি চালক চাঁন মিয়া (৩৮) যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সদরের দিকে যাত্রা শুরু করেন। হঠাৎ করেই হাইটেক পার্ক সংলগ্ন চ্যাপ্টা ব্রিজের কাছে একটি গরু সিএনজির সামনে এসে পড়ে। পরে ড্রাইভার গরু আর চলন্ত গাড়ি বাঁচাতে গিয়ে সিএনজি এসে দুর্ঘটনায় পতিত হয়। ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় গাড়িটি উল্টে যায়। তখন সিএনজিতে থাকা ড্রাইভারসহ অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনায় কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণি গ্রামের ১ নং ওয়ার্ডের মেম্বার হাজী আব্দুল খালেক(৮০), মোহাম্মদ আলী(২৫), খাজুরুন বিবি(৩৫) সহ সিএনজি চালক চাঁন মিয়া আহত হন। তবে আহত মহিলার অবস্থা কিছুটা গুরুতর।