আগস্ট ২০, ২০২০
৩:২১ অপরাহ্ণ

সিলেটের সকল পাথর কোয়ারী সচল করার দাবী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে নেতৃবৃন্দ

আজকের খবরঃ দীর্ঘদিন থেকে সিলেটের সকল পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পরেছেন পাথর উত্তোলন, পরিবহন ও পাথরের ব্যবসার সাথে সম্পৃক্ত কয়েক লক্ষ মানুষ।

সিলেটের পাথর কোয়ারী সমূহ সচল করে কর্মহীন হয়ে পড়া এসব মানুষের জীবিকা নির্বাহের পথ সুগম করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন এর সাথে সাক্ষাৎ করেছেন বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহকারী ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

ঐক্য পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুন নূর এর নেতৃত্বে বৃহস্পতিবার (২০ আগষ্ট) পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন এর সাথে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ সিলেটের পাথর কোয়ারী সমূহে পাথর আহরন বন্ধ থাকায় এ অঞ্চলের লাখো শ্রমজীবি মানুষের দুঃখ দূর্দশার কথা পররাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন। তা ছাড়া পাথর আহরন বন্ধ থাকায় দেশের নির্মান শিল্পে সংকট সহ পাথর ব্যবসায় সম্পৃক্ত সিলেটের প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়িদের অসহায়ত্বের কথা মন্ত্রীকে অবগত করেন।
পররাষ্ট্রমন্ত্রী নেতৃবৃন্দের কাছ থেকে বিদ্যমান সংকটের কথা অবগত হয়ে সরকারী নীতিমালার আলোকে পাথর সংশ্লিষ্ঠ জীবীকা সচলে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, ডাইরেক্টর মাসুদ আহমেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট তামিম আহমদ, ডাইরেক্টর আতিকুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারন সম্পাদক রফিকুল হক, বিমানবন্দর থানা স্টোন ক্রাশার মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন,সালুটিকর পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ইকলাল আহমদ, জাফলং স্টোন ক্রাশার মালিক সমিতির সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন লিপু, বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী মোঃ রফিকুল ইসলাম, আজির মিয়া, শাব্বির আহমদ, ইদ্রিস আলী প্রমুখ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *