খবর ডেক্সঃ-আজ বোধবার ভোর ৫টায় সিলেটের হেতিমগন্জ এলাকায় মোল্লার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মালবাহি ট্রাক এর সাথে কারের ধক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উভয় গাড়িতে আগুন লেগে যায়।
এতে যাত্রী সহ কারের সব লোক ভস্মীভূত হয়।কারের তিন যাত্রীর অস্তিত্ব মিললেও কারে মোট কতজন যাত্রী আছে তা এখন পর্যন্ত সঠিক বলতে পারছেন না সিভিল ডিফেন্স কর্মীরা।
___বিস্তারিত জানার জন্য একটু অপেক্ষা করুন।