অক্টোবর ৭, ২০২০
৯:৩৯ অপরাহ্ণ

সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে কর্মসূচী ঘোষণা

 

খবর ডেস্কঃঃ-  ঢাকা-সিলেট হাইওয়ে রোডসহ সিলেটের বিভিন্ন রোডে, অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বন্ধের দাবীতে কর্মসূচী ঘোষণা করেছেন সিলেট-শ্রীমঙ্গল- মৌলভীবাজার ও সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর বাস, মিনিবাস মালিক ও শ্রমিক গ্রæপ।

৭ অক্টোবর বধবার বিকেলে বিকেলে সিলেট নগরীর টার্মিনাল রোডস্থ বাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।
সিলেট- জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস মালিক গ্রæপ’র সভাপতি সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রæপ এর সেক্রেটারী এম এ কাইয়ুম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রæপ এর সহ সভাপতি হাজী সৈয়দ মৌরস আলী, সহ সভাপতি মোক্তার আহমদ, সহ সভাপতি পারভেজ মিয়া, সিলেট- জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস মালিক গ্রæপ’র সহ সভাপতি আব্দুল মালেক তালুকদার, সেক্রেটারী শাহিন আহমদ, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রæপ এর সদস্য আব্দুল আজিজ, শ্রী অরুণ কুমার দেব, ফরিদুর রহমান, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি বাবরু মিয়া, সেক্রেটারী অশোক দেব, সদস্য ফরিদ আহমদ, সিলেট- জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস শ্রমিক সমিতির সেক্রেটারী শাহ জাহান, সহ সভাপতি হিরণ মিয়া।
সভায় বক্তারা বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে সিএনজি অটোরিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে হাইওয়ে রুটে চলাচলের উপর হাইকোর্টের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তার পরও রহস্যজনক কারণে সিলেটে হাইওয়েসহ বিভিন্ন রোডে সিএনজি চলাচল অব্যাহত রয়েছে। ইতিমধ্যে গত ২১ সেপ্টেম্বর সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রæপের পক্ষ থেকে সিলেটের বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, বিআরটিএ’র উপ পরিচালক এবং হাইওয়ে পুলিশ ইনচার্জ, সিলেট বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারপরও আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
সভায় আগামী ১১ অক্টোবর বরিবার বেলা ১১টায় চন্ডিপুলে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার ও সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর বাস, মিনিবাস মালিক, শ্রমিক সমিতির ্উদ্যোগে মানববন্ধন ও শ্রমিক কর্মবিরতীর ঘোষণা দেয়া হয়।
বক্তারা কর্মসূচী সফল করার জন্য মালিক গ্রæপ ও শ্রমিক সমিতির সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *