জানুয়ারি ১৯, ২০২১
৩:০১ অপরাহ্ণ

সিলেটে একদিনে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত, সুস্থ ২৩ জন

খবর ডেস্কঃ সিলেটে গত ২৪ ঘন্টায় আরও ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৬ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১ জন ও মোলভীবাজারে ১জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩জন। গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

নতুন করে সুস্থদের মধ্যে ১৯ জনই সিলেট জেলার বাসিন্দা। ২ জন সুনামগঞ্জ ও ২ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।

এদিকে, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট অঞ্চলে করোনাক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩০ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯১৩ জন।

সিলেটের চার জেলায় ৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৩৩ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ৫ জন চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৮৬২ জন করোনা আক্রান্ত রোগী ও মারা গেছেন ২৭২ জন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *