খবর ডেক্সঃ- দক্ষিণসুরমার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অবাঞ্ছিত ১৪নর-নারীকে আটক করেছে পুলিশ।তাদের মধ্যে রয়েছে পাঁচ তরুণী ও নয় যুবক।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মেট্রো আইনে মামলা দায়ের করা হয়েছে।