জানুয়ারি ৩১, ২০২১
৯:৩৪ অপরাহ্ণ

সিলেটে দৈনিক আজকালের খবর’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খবর ডেস্কঃঃ- সিলেটে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আজকালের খবর এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ৩১ জানুয়ারী রবিবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টিভি’র সিলেট ব্যুরোপ্রধান ইকবাল মাহমুদ, রোটারি ক্লাব অব সিলেট কীংব্রিজ এর চাটার্ড প্রেসিডেন্ট রোটাঃ মোঃ আব্দুল ওয়াদুদ আল মামুন, রোটারি ক্লাব অব সিলেট সিটি’র আইপিপি রোটাঃ একেএম কামারুজ্জামান মাসুম, সেক্রেটারী রোটাঃ তানিয়া সুলতানা, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, দৈনিক আজকালের খবর’র সিলেট সদর প্রতিনিধি আনিসুর রহমান, জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বেলাল, এম.সি কলেজ প্রতিনিধি জাবেদ আহমদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ প্রতিনিধি জাকারিয়া হোসেন, দক্ষিণ সুরমা প্রতিনিধি শরীফ আহমদ, বিশ্বনাথ প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, সিলেট অফিসের ফটোগ্রাফার এম সারওয়ার হোসেন সৌরভ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দৈনিক আজকালের খবর’র সফলতা কামনা করেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *