ডিসেম্বর ২৩, ২০২০
৩:২১ অপরাহ্ণ

সিলেটে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

খবর ডেস্কঃ- সিলেটে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর এসএসএ/এসএ/এসএসএএও গনের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সিলেট অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (বারি অংগ) এর প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মোঃ সালাউদ্দিন, বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলিমুর রহমান।
প্রশিক্ষণে বারি’র এসএসএ/এসএ/এসএসএএও সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *