ডিসেম্বর ৭, ২০২০
৮:৫৩ পূর্বাহ্ণ

সিলেটে ২ মানবপাচারকারীসহ ১৪ রোহিঙ্গা আটক

খবর ডেক্সঃ- সিলেটে ১৪ জন রোহিঙ্গাসহ দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করে র‌্যাব। এদের মধ্যে ৭ শিশু, ৪ জন পুরুষ, ৩ জন নারী রয়েছেন।

আটককৃত মানব পাচারকারীরা হলো, কানাইঘাট ডোনা সীমান্ত এলাকার মৃত রিয়াজের ছেলে সেলিম আহমেদ (৩০) ও কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্পের হামিদের ছেলে সাদেক (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হুমায়ুন রশীদ চত্বরে অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গা ও দুইজন মানবপাচারকারীকে আটক করে র‌্যাবের একটি দল। তারা টেকনাফ থেকে মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পথে বাংলাদেশ প্রবেশ করে।

এএসপি কামরুজ্জামান বলেন, রোহিঙ্গা নাগরিকদের উদ্দেশ্য ছিলো তারা দেশের বাহিরে চলে যাওয়া। আর এতে যদি ব্যর্থ হয় তাহলে মানুষের সাথে মিশে গিয়ে এখানে বসবাস করা। আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে এবং দুই মানবপাচারকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *