খবর ডেস্কঃ সিলেট এয়ারপোর্ট রোডে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহত যুবক বাগবাড়ি মুনিপুরি পাড়ার পিয়াস চক্রবর্তী (৩০)।
তিনি সিটি কর্পোরেশনের পানি শাখার একজন কর্মচারী। এঘটনায় আহত ২ জন নগরীর সাঘরদীঘির পাড় এলাকার মিজানুর রহমান (৩৫) ও একই এলাকার সদীর চন্দ্র দাসের ছেলে রনি দাস (৩০)।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট এয়ারপোর্ট রোডে লাক্কাতুরা এলাকায় মোটর সাইকেল কে ট্রাক চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও ২জন ব্যক্তি আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।