ডিসেম্বর ৯, ২০২০
৮:৩৭ পূর্বাহ্ণ

সিলেট ও শেরপুর থেকে দুই মাদক কারবারি আটক

খবর ডেক্সঃ-সিলেট শহরতলীর শাহপরাণ থানা এলাকা থেকে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গতকাল সোমবার (৭ ডিসেম্বর) রাত ১০টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল সিলেট শহরতলির শাহপরাণ এলাকা থেকে আল আমিন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করে। আল আমিন ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার সেলিম মিয়ার ছেলে।  
আটককালে আল আমিনের কাছ থেকে ৯০১ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।
সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে র‌্যাব জানায়।
জব্দকৃত ইয়াবাসহ আল আমিনকে সংশ্লিষ্ট  থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, র‌্যাবের অভিযানে সিলেট জেলার ওসমানীনগর থানার শেরপুর টোলপ্লাজা এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছেন।
গতকাল রাত ৮টায় র‌্যাবের একটি আভিযানিক দল ওসমানীনগর থানার শেরপুর টোলপ্লাজা এলাকা থেকে গাঁজা ২৫ কেজি গাঁজাসহ আফজাল হোসেন (২২) নামের এক মাদক কারবারিকে আটক করে। উদ্ধারকৃত অনুমানিক মূল্য ৫ লাখ  টাকা বলে জানায় র‌্যাব।
এসময় গাঁজা পরিবহনের একটি পিকআপও জব্দ করা হয়।

আটক আফজাল হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আছির নগরকান্দা গাঁও’র মৃত শাহাদৎ আলীর ছেলে।  
পরে আফজাল হোসনেকেসংশ্লিষ্ট থানায় হস্তান্তর  করা হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *