জানুয়ারি ১২, ২০২১
১১:০০ পূর্বাহ্ণ

সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যা: বিভাগীয় মামলা

খবর ডেক্সঃ- সিলেট কেন্দ্রীয় কারাগারে রুবেল মিয়া নামের এক কয়েদির আত্মহত্যার ঘটনায় কারারক্ষী ছাইনুলকে বরখাস্ত এবং অপর দুই কারারক্ষী প্রাণ গোপাল ও মো. বদরুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

দায়িত্বে অবহেলার দায়ে তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মনজুর হোসেন। এদিকে এ ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি রোববার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।

এর আগে, কারা অধিদপ্তর সিলেট রেঞ্জের ডিআইজি কামাল আহমদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন-হবিগঞ্জে জেলার ও মৌলভীবাজারের ডেপুটি জেলার। রোববার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানান তিনি।

কারা সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে কয়েদি রুবেল মিয়া তার ব্যবহৃত কম্বল দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেল মিয়া কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *