খবর ডেস্ক: জাতীয় শ্রমিক লীগের আওতাভুক্ত সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্মচারীলীগ ( সিবিএ) এর নবনির্বাচিত নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ৩টায় জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নের (পানিছড়া) সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড প্রধান কার্যালয়ে সিবিএ অফিসে জাতীয় শ্রমিক লীগের আওতাভুক্ত কর্মচারীলীগ( সিবিএ) রেজি নং চট্ট- ১৮৮৯ এর সভাপতি নবনির্বাচিত (সিবিএ) ও সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী।
সভায় বক্তারা সিবিএ নির্বাচনে কর্মচারীলীগ বিপুল ভোটে বিজয়ী হওয়ায় অভিনন্দন শুভেচ্ছা জানান পাশাপাশি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উন্নয়ন ও কর্মরত সকল শ্রমিকদের কল্যানে নবনির্বাচিত কর্মচারীলীগ( সিবিএকে) সকল ধরনের সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন ভূইয়া, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক সুশান্ত দেব, কল্যান সম্পাদক মিজানুর রহমান খোকন, ক্রীড়া সম্পাদক শাহ আলম ছুরুক, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক শওকত আলী, সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাছ আলী সহ স্থানীয় ও কর্মচারীলীগের নেতৃবৃন্দ ।
মতবিনিময় সভা শেষে গ্যাস ফিল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ আলী ইকবাল মোঃ নূরুল্লাহ’র সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।