খবর ডেস্কঃ- যুক্তরাজ্যস্থ নিউ ক্যাসল বাংলাদেশী এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক, নিউ ক্যাসল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন এলেন এর পিতা দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খাজাকালু গ্রামের বাসিন্দা, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান (পংকি মিয়া) ১লা অক্টোবর বৃহস্পতিবার ভোররাত ১:৪৫ মিনিটের সময় খাজাকালুস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ বেলা ২টায় খাজাকালুু বরকত টিলা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
মরহুম আব্দুল হান্নান (পংকি মিয়া)র মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিদ হোসেন এডভোকেট, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা তোয়াজিদুল হক তুহিন, লায়েক আহমদ জিকু, লালাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মালেক আহমদ, সাধারণ সম্পাদক মুজিব খাঁন ফাহিম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অক্টোবর ১, ২০২০
৫:৪২ অপরাহ্ণ