খবর ডেস্ক: সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল।
রোববার ১৮ অক্টোবর দুপুর ১২টায় জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে এই সম্মাননা পুরস্কার প্রদান করেন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, এ গৌরব শুধু তাঁর নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন বলে জানান।