সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সিলেট তামাবিল-মহাসড়কের গুচ্চগ্রাম এলাকায় জাফলংগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২২-৮২৬৮) নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার শিকার হয় ৷ এ সময় রাস্তায় থাকা পথচারী নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন ৷
নিহত নারী জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রামের মৃত রউফ মিয়ার মেয়ে রহিমা বিবি (৫৫)। ঘটনার পর পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহসিন আলী নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় গন্যমান্যদের সহযোগিতায় রাস্তার অবরোধ তুলে নেন। অপরদিকে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে এবং এলাকার গন্যমান্যদের অনুরোধে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রের অনুমতি নিয়ে লাশ স্বজনের নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহসিন আলী দূর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দূর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার অবরোধ তুলে নেই, স্থানীয় গন্যমান্যদের অনুরোধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে লাশ স্বজনের কাজে হস্তান্তার করি । দূর্ঘটনায় পতিত গাড়ীটি হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।