ডিসেম্বর ৭, ২০২০
৮:২৪ অপরাহ্ণ

সিলেট পাঁচ ভাই রেষ্টুরেন্টে ৩ লক্ষ্য টাকা জরিমানা

খবর ডেক্সঃ- সিলেট পাঁচ ভাই রেষ্টুরেন্ট এ নিরাপদ খাদ্য আইনের ভিত্তিতে ৩,০০,০০০ টাকা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

গ্রিল চিকেন তৈরিতে দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল ব্যবহিত রং।তাছাড়া রান্না করা বাসি খাবার খাওয়ানো হয় জনসাধারনকে।কাছা ও সিদ্ধ মাংস একই পাত্রে রাখার অভিযোগ ও পািয়া যায়। পরিষ্কার ও পরিচ্ছন্নতার বালাই নেই বললেই চলে। গিলা ও কলিজা দীর্ঘ দিন রেখে পরে তা খাওয়ানো হয়।আচার একটি জনপ্রিয় খাবার আর তা খোলামেলা অবস্থায় রাখা হয়।
ফ্রিজে ছত্রাক জমে গেছে মনে হচ্ছে অনেক ধোয়া বা পরিষ্কার করা হয় না। রান্না কাছা মসলা ও নিরাপদ।বিস্কুট এর গুরা ভেজালমুক্ত।

এসব সত্যতা যাচাই করে র্্যাব এর নির্বাহি ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জরিমানা ও কারাদণ্ড প্রধান করেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *