নভেম্বর ২৫, ২০২০
১:৩৫ অপরাহ্ণ

সিলেট বিভাগের ৩ পৌরসভায় ভোটার বেড়েছে সাড়ে ৭ হাজার

খবর ডেক্সঃ- সিলেট বিভাগের ৩ পৌরসভায় এবার ৭ হাজার ৫৭২ জন ভোটার বেড়েছে। সর্বোচ্চ ভোটার বেড়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভায়। বড়লেখা পৌরসভায় ভোটার বেড়েছে সর্বনিম্ন। আগামী ২৮ ডিসেম্বর সোমবার দিরাই, বড়লেখা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩ পৌরসভায় গত নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচনে ৩ হাজার ২৫৮ জন পুরুষ ও ৪ হাজার ৩১৭ জন মহিলা ভোটার বেড়েছে। তবে, ৩ পৌরসভার কোথাও ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত দিরাই পৌর নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ১৮ হাজার ৬৭৪ জন। গত বছরের তুলনায় এবার ২ হাজার ৭০৫ জন ভোটার বেড়েছে। এবার পুরুষ ভোটার হলেন ১০ হাজার ৫৫২ জন। গতবার ছিলেন ৯ হাজার ৪৩৫ জন। এবার ১ হাজার ১১৭ জন পুরুষ ভোটার বেড়েছে। গতবার মহিলা ভোটার ছিলো ৯ হাজার ২৩৯ জন। এবার মহিলা ভোটার ১০ হাজার ৮২৭ জন। গতবারের তুলনায় এবার ১ হাজার ৫৮৮ জন মহিলা ভোটার বেড়েছে। দিরাই পৌরসভার ৯টি সাধারণ ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মোট ভোট কেন্দ্র ১২টি। ৬২টি ভোটকক্ষের মধ্যে ৫৯টি ভোটকক্ষ স্থায়ী এবং ৩টি হল অস্থায়ী ভোট কক্ষ।

বড়লেখা পৌরসভার এবারের মোট ভোটার ১৫ হাজার ৪৩৮ জন। গতবার মোট ভোটার সংখ্যা ছিল- ১৩ হাজার ৩৩৫ জন। গতবারের তুলনায় এবার ২ হাজার ১০৩ জন ভোটার বেড়েছে। এবার পুরুষ ভোটার ৭ হাজার ৫২৪ জন। গতবার ৬ হাজার ৫৪৯ জন ছিলো পুরুষ ভোটার। এবার ৯৭৫ জন পুরুষ ভোটার বেড়েছে। এবার মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯১৪ জন। গতবার ছিলো ৬ হাজার ৭৮৩ জন মহিলা ভোটার। গত নির্বাচনের তুলনায় এবার ১ হাজার ১৩১ জন মহিলা ভোটার বেড়েছে। ৯টি সাধারণ ও ৩ টি সংরক্ষিত ওয়ার্ডের এ পৌরসভার ভোট গ্রহণের জন্যে ১০ টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৬১ জন। গতবার মোট ভোটার সংখ্যা ছিলো-১৫ হাজার ১৯৭ জন। গতবারের চেয়ে এবার ২ হাজার ৭৬৪ জন ভোটার বেড়েছে। গতবার পুরুষ ভোটার ছিলো ৭ হাজার ৬৬৯ জন। এবার পুরুষ ভোটারের সংখ্যা ৮ হাজার ৮৩৫ জন। এবার ১ হাজার ১৬৬ জন পুরুষ ভোটার বেড়েছে। এবার মহিলা ভোটারের সংখ্যা হলো ৯ হাজার ১২৬ জন। গতবার ছিলো ৭ হাজার ৫২৮ জন মহিলা ভোটার। গতবারের তুলনায় এবার ১ হাজার ৫৯৮ জন মহিলা ভোটার বেড়েছে। শায়েস্তাগঞ্জ পৌরসভার ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। ভোটকক্ষের সংখ্যা ৪৬টি। ৯টি সাধারণ ও ৩ টি সংরক্ষিত ওয়ার্ডের এই পৌরসভা।
সূত্র জানায়, আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১ ডিসেম্বর মঙ্গলবার। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর বৃহস্পতিবার। ২৮ ডিসেম্বর সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম পদ্ধতিতে সুনামগঞ্জ জেলার দিরাই, মৌলভীবাজার জেলার বড়লেখা ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ করা হবে। সিলেট বিভাগের নির্বাচনযোগ্য ১৫ পৌরসভার মধ্যে প্রথম ধাপে এই ৩ পৌরসভার নির্বাচন হচ্ছে। বাকি ১২ পৌরসভার নির্বাচন পর্যায়ক্রমে হবে।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার সিলেটের ডাককে বলেন, নির্বাচনের জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামও সিলেটের ডাককে এই তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *