খবর ডেস্কঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত (বীরউত্তম)এর মহাপ্রয়াণে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ আগস্ট) দীঘল বাকের পাড় শ্রী শ্রী দূর্গা মন্দিরে অনুষ্ঠিত শোক সভায় কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা নিকেশ চন্দ্র বিশ্বাস বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাস।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাবু মতিলাল মোহন্ত, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিজয় সিংহ রিংকু, সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিজন সরকার, শৈলেন চন্দ্র নাথ, ফনিন্দ্র সরকার, জিতেন্দ্র বিশ্বাস, নারদ বিশ্বাস, গিরীন্দ্র বিশ্বাস, প্রবিত্র নাথ, গৌর মনি বিশ্বাস, কল্যাণ বিশ্বাস, রাধিকা সিংহ, সঞ্জীবন সরকার, বিজিত মোহন্ত, নৃপেন্দ্র বিশ্বাস, অজিত দেবনাথ পিনাক প্রমূখ।