খবর ডেক্সঃ- সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে মোঃ জাহাঙ্গীর হোসেন যোগদান করেছেন। রোববার (৩ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ নতুন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের নিকট দায়িত্বভার অর্পণ করেন।
এ সময় নতুন যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ দায়িত্বভার অর্পণ শেষে প্রশাসনের সকল কর্মকর্তাদের নতুন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনকে সহযোগিতার জন্য নির্দেশনা প্রদান করেন। দায়িত্বভার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা,জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মোঃ আব্দুল মান্নান সহ সহকারী কমিশনারবৃন্দ।
উল্লেখ্য যে, গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সুনামগঞ্জ জেলা প্রশাসক সহ ১১ জন জেলা প্রশাসকের বদলির আদেশে নতুন জেলা প্রশাসকের নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় মন্ত্রী পরিষদ বিভাগের উপ- সচিব মোঃ জাহাঙ্গীর হোসেনকে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়।