ডিসেম্বর ১১, ২০২০
৯:৫৭ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ে বিভাগীয় লেখক পরিষদের দশকপূর্তি ও কবি আফসার আলীর গ্রন্থের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁও প্রতিনিধি:আজ শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সম্মেলন। ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ। মোড়ক উন্মোচন, সাহিত্যের আলোচনা, গুণীজন সম্মননার মধ্য দিয়ে লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে ।

লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সভাপতি জুনায়েদ কবীর বাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুপম মনি। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, দিনাজপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ শান্ত।

বিশেষ পর্বে শব্দশিল্প ঘর প্রকাশনের ব্যানারে কবি ও ছড়াকার মো. আফসার আলী রচিত-‘খোকার স্বপ্ন’ নামক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় কবি ও ছাড়াকার মো. আফসার আলী তাঁর অনুভূতি ব্যক্ত করেন। আলেচনা করেন শব্দশিল্প ঘর এর পরিচালক গোলাম সারোয়ার স¤্রাট।

আলোচক হিসেবে ছিলেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জালাল উদ-দীন, বিশিষ্ট কবি ও গল্পকার সরকার ফজলুল হক। বেলা সারে ৩টায় ধারাবাহিক ভাবে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং গুণীজন সাহিত্য সম্মননা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে বছরের গুণীজন সাহিত্য সম্মননা প্রদান করা হয় জেলার বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক কবি আশরাফ উল আলমকে।

এ সাহিত্য সম্মেলনে সংগঠনের প্রায় ১৫ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগীয় লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক রাফিক আহানজ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *