আগস্ট ২০, ২০২০
৯:০৮ অপরাহ্ণ

সৃজনশীল ডিজাইনের প্রতিশ্রুতি নিয়ে ইনসাফ মিডিয়া’র উদ্বোধন

আজকের খবর ডেস্কঃ-  সৃজনশীল ডিজাইনের প্রতিশ্রুতি নিয়ে উদ্বোধন হলো ইনসাফ মিডিয়া। ২০ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজারস্থ বশির কমপ্লেক্সে ইনসাফ মিডিয়ার শুভ উদ্বোধন করেন সুবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।

ইনসাফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসা কমিটির সহ সভাপতি হাফিয তরিকুল ইসলাম তোফা, ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি মকসুদ হোসেন, ইনসাফ মিডিয়ার পরিচালক সৈয়দ মওদুদ আহমদ আদিল, আবু সাঈদ মো: সেলিম, সৈয়দ মাহমুদ আহমদ,উসমান গণি, আনজুমান ট্রাভেলসের পরিচালক জাহেদুর রহমান, ইউনিটি ফোরামের সভাপতি এসএম মনোয়ার হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল,শেখ রেদওয়ান হোসেন,হাফিয সাদ উদ্দিন,হোসাইন আহমদ, কাওছার হামিদ সাজু,জালালাবাদ ভিউ ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি নাসরু চৌধুরী, রেদওয়ান হোসেন,আবুল কালাম আজাদ, খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে প্রধান অতিথি আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী ইনসাফ মিডিয়ার শুভ উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানের উদ্বোধক আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী ছাহেবের হাতে ক্রেস্ট তুলে দেন মিডিয়ার পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *