ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় সংগ্রহ করেও হার এড়াতে পারেনি সফরকারী পাকিস্তান। আর এই হেরে যাওয়াকে মেনে নিতে পারছেন না সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। এ নিয়ে অবশ্য নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ প্রকাশ করেন শোয়েব।
এই ম্যাচে বাবরের নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন তিনি। শোয়েব আখতার বলেন, ‘বাবর আজমকে দেখে আমার মনে হয়েছে সে হারিয়ে যাওয়া গরু। মাঠে কি সিদ্ধান্ত নেবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ভালো অধিনায়ক হতে হলে তাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।’
দলের দুর্বল মনোবল সম্পর্কে শোয়েব আরও বলেন, ‘পাকিস্তান দল জৈব সুরক্ষিত পরিবেশে খেলছে কিন্তু ওরা নিজেরাই সুরক্ষিত না। কিভাবে ভালো মানের ক্রিকেট খেলবে বা ভালো মানের অধিনায়কত্ব করবে এই ব্যাপারে তাদের কোন ধারণা নেই। দল নির্বাচন, অধিনায়কত্ব দেখে মনে হয়েছে সবাই দ্বিধাগ্রস্ত। এভাবে কোনও দল গড়ে উঠতে পারে না।’আ