খবর ডেস্ক
আগস্ট ১৬, ২০২১
৭:০৬ অপরাহ্ণ
সোনাতলায় প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তের হামলা-ভাংচুর

সোনাতলায় প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তের হামলা-ভাংচুর

সিলেটের জালালাবাদ থানাধীন কাজীরগাও
প্রবাসী মকসুদ আহমদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে বাড়িতে ভাংচুর করেছে।

গত রবিবার (১৫ আগষ্ট) সন্ধায় প্রবাসী মকসুদ আহমদের বাড়িতে হঠাৎ করে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাদের বাড়িতে ভাংচুর ও আগুন ধরিয়ে গোয়ালঘর পুড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রবাসী মকসুদ আহমদের বাবা।

তিনি বলেন, গত কয়েক মাস থেকে আমরা খুবই সমস্যার মধ্যে আছি। জানমালের সঙ্কায় কাটছে প্রতিটি দিন-রাত। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিন পুরো পরিবার। আমার ছেলে দোষ করে থাকলে আমার ছেলে করেছে। সে এখন দেশের বাইরে রয়েছে। ক’দিন পরপর আমাদের হুমকি ধামকি দেওয়া। আবার আমার বাড়িতে আগুন জ্বালিয়ে আমার ঘরের ক্ষয়ক্ষতি করা এগুলোর মধ্যে আমাদের নিরাপত্তা কোথায়? আমার বাড়িতে ভাংচুর চালানো হয়েছে। আমার গোয়ালঘরে আগুন ধরানো হয়েছে।

উল্লেখ্য যে, সোমবার (১৯ জুলাই) তাদেরকে মুঠোফোনে হুমকিও দেওয়া হয় বলে জানান প্রবাসী মকসুদের বাবা।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *