খবর ডেক্সঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রাস্তা পারাপারের সময় লরির চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধার নাম রাবেয়া খাতুন (৬০)। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া থানার টানবলাকি গ্রামের নূরু হাজীর স্ত্রী। তিনি স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।