খবর ডেক্সঃ- সিলেট প্রেস নিউজ ডেস্কঃ সৌদি আরবের তায়েফ তুরাবা নামক স্হানে গাড়ী এক্সিডেন্ট করে ২ জন মারা যান এবং গুরুত্বর জখমপ্রাপ্ত বলে জানা যায়। বাংলাদেশী অন্যান্য প্রবাসীদের বরাত দিয়ে জানা যায়,কাজে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় একটি গাড়ি অপর গাড়ির সাথে ধাক্কা লেগে মারাত্মক এক্সিডেন্টের স্বীকার হয়। এতে সাথে সাথে সিলেটের কানাইঘাট উপজেলার জুলাই কুওরেরমাঠি গ্রামের মাসুক আহমদ নামের এক ব্যাক্তি এবং জকিগঞ্জের গঙ্গারজল এলাকার সিরাজ উদ্দিন নামের আরেকজন সাথে সাথে মারা যান। অপর দুই জন কানাইঘাটের কুওরেরমাটি গ্রামের আব্দুস শুকুর ও বায়মপুর গ্রামের জালাল আহমদ সংকটাপন্ন অবস্হায় আছেন বলে জানা গেছে।
নভেম্বর ২৬, ২০২০
৩:১৫ অপরাহ্ণ