জানুয়ারি ২৭, ২০২১
৪:৫৬ অপরাহ্ণ

সৌরভ গাঙ্গুলী ফের হাসপাতালে

খবর ডেক্সঃ- বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। পশ্চিমবঙ্গের কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পরিবার সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। বুধবার দুপুরে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত ২ জানুয়ারি ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেই সময় বিসিসিআই সভাপতির হৃদযন্ত্রের (হার্ট) ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। আপাতত বাইপাস সার্জারি করতে হচ্ছে না। ৯০ শতাংশের বেশি ব্লক থাকায় ধমনিতে ইস্টেন্ট বসানো হয়।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *