সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তাঁর সহধর্মিনী অধ্যাপক নাসরিন আহমেদ এর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব কবির আহমদও করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বুধবার তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রী ইমরার আহমদের একান্ত সচিব কবির আহমদ।
এদিকে চারদিন আগে মন্ত্রীর সহধর্মিনী অধ্যাপক নাসরিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে তাঁরা দুজন বাসাতেই আছেন এবং শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই। দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী ইমরান আহমদ এমপি।
মন্ত্রীর একান্ত সচিব কবির আহমদও বাসায় আইসোলেশনে আছেন।