খবর ডেস্ক
জুন ৫, ২০২২
১:০৪ পূর্বাহ্ণ
স্নাতক ছাড়া কেউ সাংবাদিকতায় প্রবেশের সুযোগ পাবে না

স্নাতক ছাড়া কেউ সাংবাদিকতায় প্রবেশের সুযোগ পাবে না

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, দেশে প্রকৃত সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। স্নাতক ছাড়া কেউ সাংবাদিকতায় প্রবেশের সুযোগ পাবে না। তবে যারা ইতোমধ্যে সাংবাদিকতায় পাঁচ বছরের অধিক সময় অতিবাহিত করেছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে।

শনিবার (৪ জুন) সকালে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে।

বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সঠিক সাংবাদিকতা বিকাশের জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। সাংবাদিতার নিয়ম-নীতি মেনে সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবেশন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশসাক মো. মামুন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম।

প্রশিক্ষণ কর্মশালায় রাঙ্গামাটিতে কর্মরত প্রায় ৪০ জন সংবাদকর্মী অংশ নেন। কর্মশালা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *