খবর ডেস্কঃ- ইউএনডিপি বাংলাদেশ-এর সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে ‘এসডিজি রিপোর্টিং-এ জেন্ডার বাজেটিং মেটাডাটা প্রণয়ন’ বিষয়ে দুদিনব্যাপী কর্মশালা গত ২০ ও ২১ নভেম্বর, ২০২০ হবিগঞ্জের বাহুবল উপজেলার ‘দি প্যালেস রিসোর্ট’-এ অনুষ্ঠিত হয়।
উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান এবং ইউএনডিপি বাংলাদেশ-এর ডেপুটি আবাসিক প্রতিনিধি মিজ এনগুয়েন থি নক ভ্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মেসবাহুল আলম,উপমহাপরিচালক জনাব ঘোষ সুবব্রত এবং ইউএনডিপি’র কারিগরি উপদেষ্টা জনাব ফকরুল আহসান, অর্থ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ও বিবিএসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
২০ নভেম্বর মৌলভীবাজার জেলায় কৃষি নমুনা শুমারির প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য বিভাগ এর সম্মানিত সচিব জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সভাপতিত্ব করেন মৌলভীবাজারেরর জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান।