খবর ডেক্সঃ- গায়ে হলুদের সাজেই ব্যাটিং করার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ঝড় তুলেছেন বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটার সানজিদা ইসলাম।
দেশের উল্লেখযোগ্য সব গণমাধ্যমেও সানজিদা ইসলামের এই ব্যাতিক্রমী কর্মকাণ্ড খবরের শিরোনামে এসেছে। ভূয়সী প্রশংসিত হয়েছেন তিনি।
এবার ব্যাট হাতে গায়ে হলুদের সাজে নববধূ সানজিদার ছবি ঠাঁই পেল ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির টুইটার পেজে। শুধু তাই নয় সানজিদার সেই ছবিসহ খবর প্রকাশ করেছ ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএনপিএন ক্রিকইনফো।
বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সানজিদার গায়ে হলুদের সেসব ছবির একসঙ্গে কোলাজ বানিয়ে বুধবার নিজেদের টুইটার হ্যান্ডলে আপলোড করেছে আইসিসি।
ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘পোশাক, গহনা এবং ব্যাট- একজন ক্রিকেটারের বিয়ের ফটোশুট যেমন হওয়া মানায়।’
আইসিসির সেই টুইটে ইতিমধ্যে ১০ হাজারের বেশি লাইক জমা পড়েছে। রিটুইট হয়েছে ৫৮৫বার।