জুলাই ২৪, ২০২০
৮:১০ অপরাহ্ণ

হাজারো মু’সল্লি ঐতিহাসিক আয়া সোফিয়ায় জুমা’র নামাজ আদায়ে উপস্থিত হয়েছেন

আজকেরখবর ডেক্সঃ
ঐতিহাসিক আয়া সোফিয়ায় জুমা’র নামাজ আদায়ে উপস্থিত হয়েছেন হাজারো মু’সল্লি। করোনা সংক্রমণরোধে সামাজিক দূরত্ব মেনে ম’সজিদসহ এর আশপাশের এলাকায় অংশ নিয়েছেন তারা। জুমা’র নামাজ আদায়ের মধ্য দিয়ে ৮৬ বছর পর পুনরায় ম’সজিদে ফিরছে আয়া সোফিয়া।

বৃহস্পতিবার তুরস্কের ধ’র্ম বিষয়ক মন্ত্রণালয়, আয়া সোফিয়ায় নামাজ পরিচালনার জন্য ৩ জন ই’মাম নিযু’ক্ত করেছেন। আজান প্রদানের জন্য মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পেয়েছেন ৫ জন।

ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত ৯১৬ বছর আয়া সোফিয়া গির্জা ছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর ম’সজিদ ছিল।

১০ জুলাই তুরস্কের আ’দালত ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘর বানানোর ডিক্রি বাতিল করে ম’সজিদে ফিরিয়ে আনার রায় দেন। যার মাধ্যমে আয়া সোফিয়াকে আবারো ম’সজিদে রূপান্তরের সুযোগ তৈরি হয়। জাদুঘরে রূপ দেয়ার আগে ৫০০ বছর স্থাপনাটি ম’সজিদ ছিল।

১৯৮৫ সালে জাদুঘর থাকাকালে আয়া সোফিয়াকে বিশ্বঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো।

দেশি-বিদেশি পর্যট’কদের জন্য তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে আয়া সোফিয়া অন্যতম।

১৬ জুলাই তুরস্কের ধ’র্ম বিষয়ক অধিদফতর ম’সজিদে রূপান্তরিত হওয়ার পরে আয়া সোফিয়া পরিচালনার জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে একটি সহযোগিতা প্রোটোকল স্বাক্ষর করে। প্রোটোকলের অধীনে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ তদারকি করবে। ধ’র্ম বিষয়ক অধিদফতর ধ’র্মীয় বিষয়টি তদারকি করবে।

মূল্যবান এ স্থাপনাটি বিনামূল্যে উন্মুক্ত থাকবে দেশি-বিদেশি পর্যট’কদের জন্য।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *