খবর ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২১
১:৩১ অপরাহ্ণ
হাজী আব্দুল কুদ্দুসের পরিবারের সাথে দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের সাক্ষাত

হাজী আব্দুল কুদ্দুসের পরিবারের সাথে দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের সাক্ষাত

দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের সম্মানিত সহ সভাপতি, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং যুক্তরাজ্যস্হ দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের আহবায়ক হাজী জামাল উদ্দিন মকদ্দুসের বড় ভাই আব্দুল কুদ্দুসের পরিবারের সাথে সাক্ষাত করেছেন দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও তাদের সান্তনা দেন। এ সময় তাহার এলাকায় সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ডের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় তাহার মৃত্যুতে তারা গভীর শোক,শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সম্মানিত সভাপতি আ.ন.ম.ওহিদ কনা মিয়া, সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাতক সমিতির সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামন সেলিম, পরিষদের অর্থ সম্পাদক এটিএম তারেক, যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মোঃ সফিক মিয়া, পিয়ার আলী মেম্বার, সাংবাদিক আবু জাবের প্রমুখ।

পরিবারের পক্ষে ছিলেন মজম্মিল মিয়া, আতিকুর রহমান আতিক।

১ সেপ্টেম্বর বিকাল ৩টায় নগরীর আখালিয়াস্হ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলা‌ই‌হি রা‌জিউন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *