কুমিল্লার হোমনায় দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। হোমনা প্রতিনিধির আয়োজনে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা,দোয়া ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক যুগান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও রুমন দে,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, এসিল্যান্ড মো. মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, ওসি আবুল কায়েস আকন্দ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও মো. লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হানিফ খান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, হোমনা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আইয়ুব আলী, সদস্য বাহারুল ইসলাম, নাছির উদ্দীন, আশিকুর রহমান, তপন সরকার, কবি দেলোয়ার, সোনিয়া আফরিন ও মো. হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।