কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের স্বপন (২০) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সে দড়িকান্দি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা রেসকোর্স রেড রোফ ইন হোটেল থেকে হোমনার থানার ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
হোমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন,২০০২ সালে মাটি কাটার শ্রমিক স্বপনকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়। এ ঘটনায় স্বপনের বাবা হাসু মিয়া বাদী হয়ে ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৫ সালে এ মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেন বিজ্ঞ আদালত। বাকী আসামি সবাই কারাভোগ করেছেন।কিন্তু ২০ বছর যাবৎ হাবিব তার নাম পরিচয় গোপন করে ঢাকায় পলাতক ছিলেন। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুমিল্লা রেসকোর্স রেড রোফ ইন হোটেল থেকে আটক করা হয়। বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।