কুমিল্লার হোমনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশেষ অভিযান পরিচালনা কালে ১ কেজি গাঁজা ও ৫১পিছ ইয়াবাসহ ৩জনকে আটক করে হোমনা থানা পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার ঘনিয়ারচর গ্রামের ফুল মিয়া ও তার স্ত্রী নুরুন্নাহার,মজিবুরের ছেলে মাসুদ রানা।
গত বুধবার বিকালে হোমনা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের দিক নির্দেশনায় থানার এস আই মো.শামিম আহমেদ,এএসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স এএসআই সোহেল রানা এ অভিযানে নেতৃত্ব দেয়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘনিয়ারচর গ্রামের ফুল মিয়ার ঘরে অভিযান পরিচালনা
কালে বিক্রির উদ্দেশ্য পুড়িয়া (পুটলা) করার সময় ১কেজি গাঁজাসহ ফুল মিয়া ও তার স্ত্রী নুরুন্নাহারকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে গাঁজা বিক্রেতাদের থানায় নিয়ে ফেরার পথে ঘনিয়ারচর উত্তর পাড়ার রাস্তায় ইয়াবা বিক্রয়কালে সন্দেহজনকভাবে ধাওয়া দিলে এএসআই মাসুদ রানা প্রায় ১কিলোমিটার দৌড়ে গিয়ে ওই গ্রামের বেপারী বাড়ির মজিবুরের ছেলে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।পরে তার দেহ তল্লাসি করে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।উভয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।