এই মেয়ে, এত হাসি কোথায় পেলে?
তোমার এই হাসিটা আমার, দুঃখগুলো দেয় যে ভুলে।
এই মেয়ে, এত কথা বল কিভাবে?
তোমার এই কথা শুনে, আগের মত থাকতে পারি না সেভাবে।
এই মেয়ে, প্রতিদিন যাওটা কোথায়,
তোমার সাথে যদি নিতে আমায়, আমি চলে যেতাম সেথায়।
এই মেয়ে, একটু তুমি কাঁদো,
তোমার চোখের জলে আমায়,নিয়ে স্বপ্ন বাঁধো।
এই মেয়ে, তোমার আখিটা এত সুন্দর কেন?
তোমার চাহনিটা আমার, মনকে উত্তাল করে যেন।
লেখকঃ- লবীব আহমদ
ব্লগার, সাহিত্যিক ও সংবাদকর্মী।