আজকের খবর: কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পাড়ুয়া হয়ে টুকার বিলে সংযুক্ত হওয়া মরা ধলাই (মরা গাং) অবৈধ দখল ছাড়তে নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে যেহেতু এটি খাস জায়গা ও নদী শ্রেণীর অন্তরভুক্ত সেহেতু এই জায়গা অবৈধ ভাবে দখল করে রাখা সকলে এই নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিতে হবে। যদি কেউ এই সময়ের মধ্যে তাদের ঘর কিংবা স্থাপনা সরাতে অস্বীকার করেন তাহলে তাকে উচ্ছেদ করে মালামাল বাজেয়াপ্ত করা হবে।
উল্লেখ এর আগে ২০১৯ সালে ৬০ জনের নাম উল্লেখ করে একটি উচ্ছেদ মামলা হয়েছিল। এরই প্রেক্ষিতে বর্তমানে তাদের সবাইকে আলাদা আলাদা নোটিশ প্রদান করা হয়েছে।